1. admin@shapno24.com : admin :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

দিগন্তজোড়া কাশফুল – লিখেছেন মোঃ রিয়াজ মিয়া

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পঠিত

 

শরতের হাওয়ায় দুলে ওঠে প্রাণ,

কাশফুল গায় যেন অচেনা গান।

সাদা রূপে ভরা মাঠের বুকে,

স্বপ্নেরা ভাসে দিগন্তের সুদূরে।

 

নদীর ধারে দাঁড়িয়ে তারা,

সাদা তুলো যেন ছড়ালো সারা।

মেঘের সাথে খেলে খেলে যায়,

হৃদয়ের কথা কানে ভাসায়।

 

আলো ছুঁয়ে ঝরে সোনালি রং,

কাশফুল গায় জীবনের ঢং।

পাখির ডাকে ভোরের সুরে,

রূপকথা আঁকে ভুবনের নূরে।

 

কেউ বলে এরা প্রেমের দূত,

সাদা ডানায় স্বপ্নের রূপরূত।

যেখানে কাশ, সেখানেই আলো,

মনের আকাশ ভরে ওঠে ভালো।

 

মাঠের বুকে দোল খাওয়া ঢেউ,

কাশফুল যেন গল্প বলে নিত্য নতুন।

প্রেমিকের চোখে হাসি হয়ে ভাসে,

অপরূপ সাজে হৃদয়কে ভাসায়।

যদি মন ভাঙে, কাশফুলে বসো,

দুঃখ গলে যায় স্রোতের মতো।

সাদা রঙে লুকায় যে শান্তি,

তাতে মিলে যায় জীবনের প্রান্তি।

 

কাশফুল তুমি বাংলার প্রাণ,

তোমায় ঘিরেই উৎসব গান।

শরতের সকাল, সন্ধ্যার রঙ,

তুমি দাও প্রাণে এক আলোক সঞ্চার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ স্বপ্ন ২৪
Theme Customized By Shakil IT Park