1. admin@shapno24.com : admin :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

একদিন মরণ হবে লিখেছেন কবি এস,এম, জাহিদুল ইসলাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

আমার যখন মরণ হবে

লোকে বলবে লাশ,

ধরার বুকে রাখবে না আর

কেউ কাটবে বাঁশ।

 

শেষ বিদায় দিবে আমায়

সর্ব লোকের ভিড়ে,

একটা নজর দেখার জন্য

মানুষ থাকবে ঘিরে।

 

বরই পাতা গরম জলে

শেষ গোসল করিয়ে,

আতর গোলাপ মেখে সাজাবে

সাদা কাফন পরিয়ে!

 

জানাযার নামাজে দাঁড়িয়ে

আমার জন্য মাফ মুক্তি চাবে,

আপন মানুষগুলো কেউ নাহি

আমার পাপের ভাগ নিবে।

চার পায়া পালকি করে

রওনা হবে কবর মুখী,

সন্তানেরা বলবে শেষ বারের মত

একবার বাবার মুখটা দেখি।

 

জীবনের এই অল্প সময়ে

করি কত কিছু,

মরণ একদিন আসবে ঠিকই

ছারবে না যে পিছু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ স্বপ্ন ২৪
Theme Customized By Shakil IT Park