1. admin@shapno24.com : admin :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

আগুনের প্রতিধ্বনি কলমে: নাদিরা আক্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

জন্ম থেকে বুকের ভেতর জমেছে ক্ষত

যা নেভাতে পারবে না কেউ,

নীরবতার দেয়াল ভাঙবে

প্রতিধ্বনি ছড়িয়ে পড়বে।

চিৎকার হবে অজস্র

উঠবে হাহাকার কত,

আসবে আগুনের আওয়াজ

বয়ে যাবে বিদ্রোহের ঢেউ।

প্রতিটি শব্দ বিষাক্ত, আঁধারের মতো তীক্ষ্ণ

ঝড় তুলবে নিঃশ্বাসে,

জ্বালাবে অন্তরের অগ্নি

ছুঁয়ে দিবে রাতের নিস্তব্ধতা।

আমি থামবো না ,

জ্বলে উঠবো আঁধারের মাঝে

বিদ্রোহের আলো হয়ে উঠবো,

ঝড়ের মতো বয়ে যাব

আগুন হয়ে ছড়িয়ে পড়বো।

তবুও আমি থামবো না, আগুনের প্রতিধ্বনি হয়ে বেঁচে থাকবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ স্বপ্ন ২৪
Theme Customized By Shakil IT Park