প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ
আম কুড়াবার লোভ — লেখক: আহমেদ আশিক

হঠাৎ বৃষ্টি এলে তোমার
ভিজে যাবে গা,
দৌড়ালে যে হোঁচট খেয়ে
ভাঙবে তোমার পা।
ভাঙা পায়ে ভীষণ জ্বালা
বুঝতে বাকি নাই,
বৃষ্টির দিনে পাশের বাড়ি
আম কুড়াতে যাই।
শিশু কালে কাঁচা আমের
জাগে বড় লোভ,
পা পিছলে হোঁচট খেয়ে
বাড়ে মনের ক্ষোভ!
দাদা বলে ওরে নাতি
ক্যামনে ভাঙ্গলো ঠ্যাং?
হাঁটতে গেলে লাগে এখন
আস্ত একটা ব্যাঙ!
ঠিকানা: টাংগাইল সদর
প্রতিষ্ঠাতা পরিচালক :মোঃ তানজিমুল ইসলাম
প্রধান উপদেষ্টা :মোঃ ইশতিয়াক আহাম্মেদ
সম্পাদিকা ও প্রকাশক : সারমিন আখি
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ ও স্বপ্ন ২৪