প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ
শেষ বিকেলের স্মৃতি কবিতাটি লিখছেন লেখিকা মনোয়ারা খাতুন রানু

একটি বিকেল মানে
তুমি আমি আর কিছুক্ষণ,
একটি সোনালি রোদ্দুরের বিকেল
মানে তোমার আমার কিছু মিষ্টি আলাপন।
একটি মায়াভরা বিকেল মানে
এক পা দু পা করে এগিয়ে চলা আর
হৃদয়ের উষ্ণতা ঢেলে চায়ের কাপের
ধোঁয়াটে চোখের চশমা।
একটি পড়ন্ত বিকেল মানে
তোমাকে আরও একটু নিবিড় করে
কাছে পাওয়ার আকুতি,
সমস্ত দিনের ক্লান্তি ভুলে
তোমার মাঝেই খুঁজে ফিরি দুদন্ড শান্তি।
প্রতিষ্ঠাতা পরিচালক :মোঃ তানজিমুল ইসলাম
প্রধান উপদেষ্টা :মোঃ ইশতিয়াক আহাম্মেদ
সম্পাদিকা ও প্রকাশক : সারমিন আখি
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ ও স্বপ্ন ২৪