প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ
মুক্ত আকাশে খোলা চিঠি — লিখেছেন কবি নিপা

হে মুক্ত আকাশ,
তোমার অসীম নীল বুকে আজ আমি মেলে দিলাম মন,
অগোচরে জমে থাকা কষ্টের ভার
অশ্রুর নদী,বেদনার আগুন,
যন্ত্রণা আর হারানোর সব কান্না_
তুমি নাও,তুমি বহন করো।
আমি ক্ষুদ্র মানুষ,
আমার বুকের ভেতর এত ভার রাখার শক্তি আর নেই,তোমার মতো বিশালতার কাছে
আমার যন্ত্রণা শুধু ক্ষুদ্র ধূলিকণার মতো।
তুবও সে ধূলিকণা আমার বুকে
ঝড়ে ওঠে ঝড় হয়ে,
ভেঙ্গে দেয় ঘুম,কেটে দেয় নিঃশ্বাস।
আমি চাই,তুমি আমার দীর্ঘশ্বাস গুলোকে মেঘ বানাও,অশ্রু গুলো বৃষ্টি কর,
যেনো মাটির বুক ভিজে যায়,
আর আমার দুঃখ ঝরে পড়ে ধূলির মতো
নিঃশেষ হয়ে যায়।
হে আকাশ,তুমি তো সব দেখো,সব শোনো,
মানুষের মুখোশের আড়ালে কান্না ও বোঝো।
তাহলে আমার মন খারাপ গুলোকে
তুমি নাও তোমার বুকে,
আর ফেরত দাও শুধু শান্তি
শুধু একটুকরো আলোর হাসি,
রৌমারি উপজেলা , জেলা কুড়িগ্রাম।
প্রতিষ্ঠাতা পরিচালক :মোঃ তানজিমুল ইসলাম
প্রধান উপদেষ্টা :মোঃ ইশতিয়াক আহাম্মেদ
সম্পাদিকা ও প্রকাশক : সারমিন আখি
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ ও স্বপ্ন ২৪