প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১:১২ অপরাহ্ণ
কাঁথা বচন —- নজরুল ইসলাম শাকিল
সুঁইয়ের খোঁচায় সুতায় বাঁধে,
মায়ার শীতল নকশি কাঁথা।
হাসি মুখে পুরোনো শাড়ী,
সহ্য করে সুঁইয়ের গুতা।
নিজেকে তারা বিসর্জন দেয়,
অন্যের শীত লাঘবে।
এই কাথা জড়িয়ে ঘুমিয়ে,
কেউ মুতে কেউ হাগবে।
বাচ্চার মা ক্লান্ত হয়,
কাঁথা ধুতে ধুতে।
ঘন্টায় ঘন্টায় বাচ্চারা,
হাফ লিটার মুতে।
বুড়ো ধামড়া হাবড়ারাও,
ভয়ে করে নষ্ট।
দুর্গন্ধে বৌ বমি করে,
ওয়াক! কি কষ্ট!
শীতের দিন এই কাঁথা,
খুবই উপকারী।
বৃষ্টির দিন কাঁথার সুখ,
অতি আহামরি।
মায়ের আঁচলের তৈরি কাঁথায়,
লাগে অনেক সুখ।
জড়িয়ে ধরলে মনে পড়ে,
মায়ের মিষ্টি মুখ।
,
প্রতিষ্ঠাতা পরিচালক :মোঃ তানজিমুল ইসলাম
প্রধান উপদেষ্টা :মোঃ ইশতিয়াক আহাম্মেদ
সম্পাদিকা ও প্রকাশক : সারমিন আখি
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ ও স্বপ্ন ২৪