আমাকে নিবে আপন করে ?
তোমার তরে, তোমার প’রে….?
আকাশটা ঠিক যেমন করে;
বিলিয়ন তারা রেখেছে ধরে?
যতই ঝাড়ি শব্দ বোমা,
না টেনে দাড়ি, না টেনে কমা…।
অভিমানগুলো না রেখে জমা,
আমার ভুল করবে ক্ষমা?
বাউন্ডুলে আমি, নইতো হীরে।
ধ্বসে যাচ্ছি ধীরে ধীরে।
ভেসে যাচ্ছি ফিরছিনা তীরে।
আমাকে পারবে ফেরাতে ঘরে?
সাজের পাখিরা যেভাবে ফিরে,
স্বপ্ন নিয়ে আপন নীড়ে?
আমাকে দিবে উষ্ম আদর?
করবে কি সেরা কদর?
হিংস্র বাঘিনীর স্বভাব ভুলে,
চোখের মনিতে রাখবে তুলে?
অশ্রুনেত্রান্ধ হৃদয়ে জ্বালবে আলো?
তবেই বাসবো সেরা ভালো।