প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৯:০৭ পূর্বাহ্ণ
লোকমান ভাইয়ের জন্মদিন – কবি ও নাট্যকার মনির সরদার

আজকে তবে দিনটা ভাই,
সবার মুখে হাসি তাই!
জন্মদিনে এলো খুশি,
ফুলের মত ফুটুক দিশি।
লোকমান ভাই, গম্ভীর মুখ,
আদালতে রাখেন সুখ।
কাগজ-কলম, যুক্তির বাণী,
আইনের মাঝে চলে তার জানি!
তবু আজকে দিনটা হাল্কা,
কেক আর মিষ্টি, গালটা টল্কা।
বন্ধুরা সব হাজির হয়,
“শুভ জন্মদিন!” বলে কয়।
রইল শুভকামনা রাশি,
জীবনে আসুক ভালোবাসি।
সত্যের পথে থাকুক পা,
আদর্শে ভরা হোক জীবনটা।
প্রতিষ্ঠাতা পরিচালক :মোঃ তানজিমুল ইসলাম
প্রধান উপদেষ্টা :মোঃ ইশতিয়াক আহাম্মেদ
সম্পাদিকা ও প্রকাশক : সারমিন আখি
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ ও স্বপ্ন ২৪