প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৭:৪৩ পূর্বাহ্ণ
তুমি কি সত্যিই আমাকে ভুলে গেছো – কবিটি লিখেছেন কবি জুলহাজ আলী জীবন

তুমি কি সত্যিই আমাকে ভুলে গেছো?
ভুল করেও কি আমার কথা মনে পড়ে না?
আকাশের তারা যেমন
প্রতিদিন একাই থাকে,
তুমি কি তেমন করেই?
আমার নামটুকু মুছে ফেলেছো মনে থেকে?
আমি তো আজও ভুলিনি তোমাকে,
তোমার দেওয়া প্রতিটি হাসি,
প্রতিটি শব্দ, প্রতিটি ছোঁয়া
আজও বুকের ভেতর
কান্না হয়ে বাজে।
আমাদের হাঁটতে হাঁটতে ফেলে যাওয়া পথ,
ছায়া-রোদে মাখা স্মৃতির আলপনা
গোধূলির রঙ মেশানো বিকেল,
সেই চেনা নদীর পাড়,
মেঘের আড়ালে লুকোনো সূর্য
সব আজও বেঁচে আছে আমার মধ্যে
একটা ভাঙা স্বপ্নের মতো।
তুমি কি জানো?
রাতের আকাশে যখন একলা চাঁদ উঠে
আমি তখনো তোমার নাম নিঃশ্বাসে বলি,
যেনো বাতাসে ভেসে গিয়ে
তুমি শুনে ফেলো আমার অভিমান।
প্রতিষ্ঠাতা পরিচালক :মোঃ তানজিমুল ইসলাম
প্রধান উপদেষ্টা :মোঃ ইশতিয়াক আহাম্মেদ
সম্পাদিকা ও প্রকাশক : সারমিন আখি
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ ও স্বপ্ন ২৪